চট্টগ্রামে শিবির ক্যাডার সরওয়ার গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকা থেকে মো. সরওয়ার নামের একজন শিবির ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (২৭ জুলাই) রাতে নগরীর চান্দগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে সরওয়ারের নাম তদন্তে উঠে এসেছে। এর ভিত্তিতে বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।