চট্টগ্রামে মা-বাবার সাথে অভিমান করে তরুণীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারায় মা-বাবার বকুনি খেয়ে অভিমান করে মোছাম্মৎ বিউটি আকতার (২১) নামে এক তরুণী আত্মহত্য করেছেন।  তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।  রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আনোয়ারার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড (মানিক্যের বাড়ী) এলাকার নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।  বিউটি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিউটি আকতার ও ছোটবোন সুইটি আকতার দুজনেই পেশায় গার্মেন্টস কর্মী।  দুইদিন আগে ঈদের কেনা-কাটা নিয়ে দুই বোনের ঝগড়া হয়। ঝগড়ার কারণে সুইটি বড়বোন বিউটির সাথে রাগ করে তার এক বান্ধবীর বাসায় চলে যায়।  এই নিয়ে রোববার মা-বাবা বিউটিকে বকাবকি করে।  রোববার  সন্ধ্যায় পরিবারের সবার সাথে ইফতারও করে বিউটি।  ইফতারের পর বাড়িতে বিদ্যূৎ না থাকায় বাড়ির সবাই উঠানে গিয়ে বসে।  কিন্তু উঠানে বিউটিকে না দেখে তার মা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে ঘরের দরজা বন্ধ।  পরে জানালা দিয়ে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে বিউটি ।  খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মির্জা মোহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কেনাকাটা নিয়ে বোনের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম বলেন, মেয়ের ঝুলান্ত লাশ দেখে মেয়েটির পরিবার আমাকে ফোন দেয়।  ফোন পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে পৌছায় এবং আনোয়ারা থানায় খবর দিই।