চট্টগ্রাম নগরীর সদরঘাটে একটি মদের বারে মাদকসেবীদের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (৩ মে) দিবাগত রাত সোয়া ১০টার দিকে চিটাগাং ট্রেডিং কোম্পানি লিমিটেড পরিচালিত হোটেল শাহজাহানের মদের বারে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এই মদের বারে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। এলাকার যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। শ্রমিক নেতা জিকু’র সঙ্গে অপরপক্ষের বাগবিতণ্ডা মারামারিতে রূপ নেয়। এসময় হোটেলের কর্মচারীরা সটকে পড়ে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সদরঘাট থানার সহকারী উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, মদ খেয়ে মাতলামি করতে গিয়ে শ্রমিক নেতা জিকুর সঙ্গে কয়েকজনের বিতণ্ডা হয়েছিল। হোটেলের গেইটে তালা দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।