চট্টগ্রামের বোয়ালখালীর ধানের জমি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মনির আলম (৩৮)।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। মনির পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির এসএম শাহ্ আলমের ছেলে।
মনির পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল।
পুলিশ জানায়, বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছমদ আলী বলি বাড়ির পশ্চিম পাশের একটি জমির সামান্য পানিতে মনিরের মরদেহ পড়েছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন, কারো অভিযোগ না থাকায় মনিরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।