চট্টগ্রামে ডাস্টবিন থেকে কাটা হাত উদ্ধার

চট্টগ্রাম নগরীতে ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে থানার ঢেবারপাড় এলাকার কুসুমবাগ আবাসিক এলাকার থেকে হাতটি উদ্ধার করা হয়। তবে ক্লিনিক্যাল বর্জ্য হিসেবে শরীর থেকে বিচ্ছিন্ন হাতটি ডাস্টবিনে ফেলা হয়েছিল বলে ধারণা পুলিশের।

খুলশি থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, হাতটি কনুই থেকে কাটা। কব্জি ও কনুইতে আঘাতের চিহ্ন এবং সেলাই ও ব্যান্ডেজের কাপড় লাগানো আছে। বিনের ময়লা পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীরা সেটা দেখে পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, হাতটিতে পচন ধরে যাওয়ায় এটি আসলে নারী নাকি পুরুষের হাত তা বোঝা যাচ্ছিল না। আর এটি আসলে কোনো হাসপাতালের মেডিকেল বর্জ্য কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।  সবগুলো বিষয়ে নিশ্চিত হতে উদ্ধার করা কাটা হাতটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিকে পাঠিয়েছি।