চট্টগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

চট্টগ্রামের মোহরায় গলায় ওড়না পেঁচিয়ে মনোয়ারা বেগম (৪৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে হামিদচরের ডা. শাহেদ আলী খানের বাড়িতে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার নুর আহমদের স্ত্রী।

জানা যায়, মনোয়ারা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন।  পরিবারের বাকি সদ্যস্যদের অগোচরে মনোয়ারা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  সকালে বন্ধ রুম থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার স্বামী গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করেন।  পরে অচেতন মনোয়ারা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, অচেতন অবস্থায় মনোয়ারা বেগমকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।