চট্টগ্রামে কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটির কাছে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘বাংলার জ্যোতি’ নামক জাহাজটিতে আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিকটস্থ বিভিন্ন স্টেশনে থেকে ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।