আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। স্বাধীনতার ৫৫ বছর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে গোপালগঞ্জে।
এদিন সকাল ৬টায় সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন,সূর্যদয়ের সাথে সাথে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনি, সকাল সাড়ে ৬টায় সদর উপজেলা পরিষদ পরিষদ সংলগ্ন ৭১-এর বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পন করে শহিদদের প্রতি সম্মান জানানো হয়।
সকাল ৯টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগিত পরিবেশন, বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন। এসময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মিগন উপস্থিত ছিলেন।
এছাড়া সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান।
বাদ যোহর জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপসানলায়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
জেলার সকল হাসপাতাল, কারাগরে, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
এদিন গোপালগঞ্জ শিশু একাডেমি কর্তৃক শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং জেলার বিভিন্ন মিলনায়তন এবং উন্মুক্ত স্থানে বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামন্যচিত্র প্রদর্শনির আয়োজন করা হয়।
দিনটি পালন উপলক্ষে্ গোপালগঞ্জ জেলাধীন সকল সরকারী ও বেসরকারী শিশু পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনেরও ব্যবস্থা করা হয়েছে।
বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান।
তা’ছাড়া গোপালগঞ্জ জেলার অন্যান্য উপজেলা সদরে ও অনুরুপ নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী পালন করা হচ্ছে।