গাজীপুরে বিপুল পরিমানের বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটকৃতরা হলেন, জেলার শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত পলু শেখের ছেলে হাসিবুল শেখ ও একই এলাকার বিদ্যু চন্দ্র শাহার ছেলে প্রদীপ শাহা।
১৯ নভেম্বর (রোববার) বিকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, গোপন সংবাদে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোওয়ার হোসেন ও পরিদর্শক লুৎফর কবিরের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এসময় একটি বাড়িতে বিপুল পরিমাণের মদ রয়েছে বলে সন্ধান পায়। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের ২জন কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ঘরের ভেতর থেকে ১২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬ লাখ টাকা।
পুলিশ সুপার আরো জানায়, মদ গুলো দেশের বর্ডার এলাকা থেকে এসেছে। এখন কারা কিভাবে এনেছে সেই তথ্য বের করতেও কাজ করছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা নিবে পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা।