গাজীপুরে বিদেশি পিস্তলসহ মাদক কারবারি আটক

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৪১নং ওয়ার্ড হারিবাড়ির টেক এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ এক মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

তাছাড়া উদ্ধার করা হয় ম্যাগাজিনসহ ১রাউন্ড গুলি ও ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট।

আটক মাদক কারবারি নাদিম(৪৫) গাজীপুর মহানগরের ৪১নং।ওয়ার্ডের সাপমারা এলাকার মতিউর রহমাননের ছেলে।

বুধবার দুপুরে টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ(দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে নাসিরুদ্দিন জানান মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে নাদিমকে তার বড় বোন ইলামনির বাসা থেকে আটক করা হয়। ওই সময় ঘর তল্লাসি করে ইটালির তৈরি ১টি পিস্তল,১রাউন্ডগুলিসহ ম্যাগাজিন ও ৪’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।