গাজীপুরে জমি আত্মসাৎ এর অভিযোগে দুই প্রতারক গ্রেফতার

গাজীপুরে ওয়ারিশ সুত্রে মালিকানা দাবি করে ভূয়া কাগজ বানিয়ে জমি আত্মসাৎ এর অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে গাজীপুর ১ম সিনিয়র সহকারী জজ আদালত। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর ছায়াবিথির বাসিন্দা নেপাল চক্রবর্তী ও সুমন। ঘটনাটি ঘটে গতবুধবার বিকালে। এঘটনায় আদালত প্রাঙ্গণে সমালোচনার ঝর বইছে।
মামলা সুত্রে জানা যায়, গাজীপুরের টঙ্গী অধীন সাবেক ১৭৪হালে ১১২নং মৌজা পূবাইল বিন্দানস্থিত এস এ খতিয়ান ১৩১ ও আর এস খতিয়ান ১৯২। এই খতিয়ানের ৯টি দাগে ৯৪০শতাংশ জমির ওয়ারিশ সুত্রে মালিকানা দাবি করে ভূয়া কাগজপত্র তৈরী করে জমি আত্মসাৎ এর পায়তারা করে আসছেন নেপাল চক্রবর্তী গং। এঘটনায় ক্রয়সুত্রে জমির প্রকৃত মালিক বাছির উদ্দিন বাদী হয়ে নেপাল চক্রবর্তীর বিরুদ্ধে গাজীপুর ১ম সিনিয়র সহকারী জজ আদালত একটি মামলা দায়ের করেন। যার নং-১২১৬/২১। পরে গতবুধবার বিকালে আদালত দুই পক্ষের শুনানি শেষে বিবাদী নেপাল চক্রবর্তী ভূয়া প্রমানিত হওয়ায় আদালত নেপাল চক্রবর্তী ও তারসহযোগী সুমনকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। এব্যাপারে মামলার বাদী বাছির উদ্দিন বলেন, গাজীপুর ছায়াবিথির স্থানীয় বাসিন্দা নেপাল চক্রবর্তী পূবাইল বিন্দান এলাকায় ভূয়া কাগজ বানিয়ে জমি আত্মসাৎ এর পায়তারা করে আসছেন। এতে জমির প্রকৃত মালিকরা হয়রানির শিকার হচ্ছেন। গতবুধবার আদালতে ভূয়া কাগজপত্র নিয়ে মিথ্যা স্বাক্ষী দিতে আসলে আদালত গ্রেফতারের নির্দেশ দেন। এঘটনায় গাজীপুর এসিল্যান্ডসহ সংশিষ্ট কর্তৃপক্ষ এসব প্রতারক চক্রের সদস্যদের কঠিন শাস্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।