খাদ্য আমদা‌নির উৎ‌সে কর কমাতে এনবিআরকে নির্দেশনা

খাদ্য আমদা‌নি‌তে উৎসে কর কমা‌তে জাতীয় রাজস্ব বোর্ডকে (এন‌বিআর‌) নি‌র্দেশনা দি‌য়ে‌ছে সরকার। সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌ত্বে তার কার্যাল‌য়ে অনুষ্ঠিত ম‌ন্ত্রিসভা বৈঠ‌কে এ নির্দেশনা দেয়া হয়।

সভা শেষে ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, খাদ্য আমদা‌নি‌তে ট্যাক্স কমফোর্ট করা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। উৎ‌সে কর নি‌য়ে কিছু বিষয় আছে। এন‌বিআর‌কে বলা হ‌য়ে‌ছে, তারা আলোচনা ক‌রে এটা দেখ‌বে।

গত ২৯ অগাস্ট দেশের বাজারে বাড়তে থাকা চালের দাম নিয়ন্ত্রণে আমদানি উৎসাহিত করতে বড় ধরনের শুল্ক ছাড় দেয়া হয়। ওই সময় চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক মোট ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

চালের ক্ষেত্রে আগাম কর ও অগ্রিম আয়কর বহাল থাকায় এখন মোট ১৫ দশমিক ২৫ শতাংশ শুল্ক দিতে হয়। এর আগে জুনে এক দফায় শুল্ক কমানো হয়েছিল।

দুই দফায় শুল্ক ছাড়ের আগে চাল আমদানিতে সব ধরনের কর মিলিয়ে মোট সাড়ে ৬২ শতাংশ শুল্ক দিতে হত। দেশের কৃষকের কথা বিবেচনায় জুনের আগে পর্যন্ত চাল আমদানিতে নিষেধাজ্ঞাও ছিল। পরে স্থানীয় বাজারে চালের দাম বাড়তে শুরু করলে জুনে শুল্ক কমিয়ে আমদানির অনুমোদন দেয় সরকার।