ক্যাম্পাসে বিক্ষোভ: আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জাবি শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বেশ কয়েকজন শিক্ষক এতে অংশ নেন। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বন্ধ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সভা করেন তারা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলসহ সমন্বয়কদের মুক্তি, গণগ্রেফতার বন্ধ ও ক্যাম্পাস খোলাসহ চার দফা দাবি জানান। ক্যাম্পাসে বিক্ষোভ/ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জাবি শিক্ষার্থীদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিতু বলেন, ‘ডিবি অফিসে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে তা জোরপূর্বক। আমরা ওই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছি। একইসঙ্গে আটক সমন্বয়কদের মুক্তি ও দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাই। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কয়েকজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের ওপর কোনো প্রকার হামলা-মামলা কাম্য নয়। এ থেকে বেরিয়ে আসতে হবে। আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দিতে হবে।’