কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে।  রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আহমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)।
আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা।  খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করে।  এ সময় খেলা দেখতে আসা ব্রাজিল সমর্থকরা ফ্রান্সের সমর্থনে স্লোগান দিতে থাকে।  আর্জেন্টিনা দুই গোল দেয়ার পর ব্রাজিল সমর্থকরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে।  এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকরা আবারও সেখানে জড়ো হয়।  এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাস শুরু করে।  এ সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষে বাকবিতণ্ডা হয়।  একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।  পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে।  পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি, জানান তিনি।