কাউখালীতে থানা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার ও রাজনৈতিক,ব্যক্তিবর্গ, শিক্ষক এবং জনসাধারনের উপস্হিতিতে উক্ত ওপেন হাউজ ডে পালিত হয়। ১৫ জানুয়ারী বুধবার থানা কমপ্লেক্সে, উপজেলা বিএনপি, জামাতে ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের উপস্থিতিতে “পুলিশ জনতা-জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ সোলায়মান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবিহা মেহেবুবা সিনিয়র সহকারী পুলিশ সুপার, নেছারাবাদ সার্কেল, পিরোজপুর জেলা। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন, সাবেক সহ-সভাপতি বিএনপি উপজেলা শাখা, মোঃ আলী হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন কাউখালী শাখা, জিয়াউল হাসান নিক্সন, সাধারণ সম্পাদক বিএনপি কাউখালী উপজেলা, এছাড়াও মোঃ মামুন তালুকদার, আরিফুল আজম সোহেলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ওপেন হাউজ ডে খোলামেলা বক্তব্যে উপস্থিত সকলে বলেন, উপজেলার অপরাধমূলক ও মাদকদ্রব্য সেবনে স্থানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা, সেই সাথে অভিভাবকদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে ভূমিকা গ্রহণ যাতে করে সন্তানগন ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত না থাকে সেদিকে খেয়াল রাখা। উপস্থিত বক্তব্যে বর্তমানে থানা পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও ভূমিকায় প্রশংসা করেন। পরিশেষে সকল সমস্যা সমাধানে, অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা বলেন, পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে মধ্যকার সুসম্পর্ক গড়ে তোলা, সেই সাথে জনতাই পুলিশ পুলিশই জনতা প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন বর্তমান প্রেক্ষাপটে পিরোজপুর জেলা পুলিশ সুপার, আবু নাসের এর দিক নির্দেশনায় প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্য বিবাহ ইভটিজিং মাদকের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।