বাংলা নববর্ষ(১লা বৈশাখ) ১৪৩২ বঙ্গাব্দ বরণে কাউখালীতে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী আনন্দ শোভাযাত্রা ও বর্নাঢ্য র্যা লীর আয়োজন করা হয়। ১৪ এপ্রিল (সোমবার) সকাল ৮ ঘটিকায় র্যা লীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য সুব্রত রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় শিল্পীদের কন্ঠে জাতীয় সঙ্গীত, বৈশাখী গান পরিবেশিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, মৎস কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, কাউখালি থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান, কাউখালি উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম. আহসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, সমবায় কর্মকর্তা অহিদুজ্জামান খান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী সূর্যোদয় খেলাঘর আসরের সম্পাদক ও শিক্ষক নেতা লিটন কৃষ্ণ কর, জাসদ কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান, জাসাসের সিনিয়র সদস্য এ্যাডভোকেট কমল কৃষ্ণ মূখার্জী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক শেখ নুরুল হুদা বাবু, সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ সভাপতি গাজী আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ মোঃ এনামুল কিবরিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমাম হোসেন খন্দকার প্রমুখ। এছাড়াও শোভাযাত্রায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।