রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে আন্দোলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন সহ কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে দখলদারদের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় দখলদারদের বাড়ি ছাড়ার আহ্বান জানায় সাধারণ শিক্ষার্থীরা।
এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে দখলদারদের বাড়িতে আক্রমণ করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্রসমাজ ও কলেজ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আপনারা ক্লাসে ফিরে যান, দখলদারদের বিরুদ্ধে আইনগত ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে লংগদু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী বলেন, জায়গা গুলো কলেজের তবে দখলদারদের বার বার মৌখিক ভাবে বললেও তারা বাসা ছাড়েনি ফলে আজ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
জায়গায় বসবাস কারী অভিযুক্ত শাহাদাৎ হোসেন শিপু (দখলদার) বলেন, এই জায়গার ক্রয় সূত্রে মালিক আমি, যার ডকুমেন্টসও আমার কাছে রয়েছে। তবে আমার ধারণা ছিলো বিষয়টি আইনগত ভাবে দেখা হবে কিন্তু আজ শিক্ষার্থীরা আমার বাসায় অতর্কিত ভাবে হামলা চালায় এতে আমার বেশ ক্ষতি সাধন হয়।
অন্য আরেকজন বসবাসকারী সুলতান আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০০৩ সাল থেকে খাস জায়গাতে আমি বসবাস শুরু করি, ঐ সময় আমাকে ঘর বানানোর জন্য রাবেতা কলেজ কর্তৃপক্ষ কিছু টাকা দেয়। যা পরবর্তীতে আমার বেতন থেকে কেটে নেওয়া হয়েছে। এছাড়া খাস জায়গার উপর আমি বন্দোবস্তি পেয়ারের জন্য আবেদন করলে আমাকে ভূমি অফিস থেকে এটি ডকেট নাম্বার দেওয়া হয়। সব মিলিয়ে কলেজ কর্তৃপক্ষ আমাকে কোনরকম নোটিশ বা ফোজদারী মামলা না দিয়ে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আনন্দোলনের নামে আলটিমেটাম দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এখন বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। যা আমার উপর জুলুম করা হয়েছে।