কনফিডেন্স সিমেন্ট ক্রিকেটে শতদল জুনিয়রের শুভসূচনা

সাজ্জাদুরের সেঞ্চুরি

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে শুভসূচনা করেছে শতদল জুনিয়র। বুধবার (২৫ জানুয়ারি) প্রথম রাউন্ডের খেলায় তারা নিমতলা লায়ন্স ক্লাবকে ১৭৭ রানে হারিয়েছে।

সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে সাজ্জাদুর রহমানের নিখুঁত সেঞ্চুরি (১০০)-র উপর ভর করে প্রথমে ব্যাট করে শতদল জুনিয়র নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান করে। জবাবে ৩৬.২ ওভারেই ১৭০ রানে গুটিয়ে যায় নিমতলা লায়ন্স ক্লাবের ইনিংস। উল্লেখ্য এবারের লিগে এটাই প্রথম কোন সেঞ্চুরি।

শতদল জুনিয়রের ইনিংসে সাজ্জাদুর রহমানের সেঞ্চুরির পর ৭৯ রানের ইনিংস খেলেন আবরার আনাস, সিয়াম মিয়ার ব্যাট থেকে আাসে ৫৩ রান। এছাড়া তাইজুল ইসলাম করেন ৩১ রান। নিমতলা লায়ন্স ক্লাবে হয়ে রবিউল ৩টি, ইমতিয়াজ আহমেদ ২টি এবং হায়দার আলী আসিফ ১টি উইকেট দখল করেন।

নিমতলা লায়ন্স ক্লাবের ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন পারভেজ হাসান। এছাড়া মোহাম্মদ সাদেক ৩২, আলাউদ্দিন ২৩, অনিক দে ১৭, ও ইমতিয়াজ আহমেদ ১১ রান করেন।

শতদল জুনিয়রের পক্ষে আশিকুর রহমান ৪৩ রানে ৫ উইকেট নিয়ে মুলত: নিমতলা লায়ন্স ক্লাবের ইনিংসে ধ্বস নামান। অন্যদের মধ্যে হাসিবুর রহমান ৩টি এবং তাইজুল ইসলাম ২টি উইকেট নেন। আজকের খেলায় স্টার ক্লাব ও রেলওয়ে এস সি প্রতিদ্বন্দ্বিতা করবে।