প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে রেকর্ড বই এলোমেলো করে দিয়েছে ভারত। প্রথম তিন ওভারে ৫১ রান তুলে বিশ্বরেকর্ড গড়ার পর, এবার আরো রেকর্ড গড়লো রোহিত শর্মার দল।
২০২৩ সালে পোর্ট অব স্পেনে ১২.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় শতক পূর্ণ করেছিল ভারত। এবার তার চেয়েও কম বল খেলে নিজেদের পুরনো রেকর্ড ভেঙেছে ভারত।
এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে ২০০১ সালে ১৩.১ ওভারে দলীয় শতক পূর্ণ করেছিল তারা।
এরপর চতুর্থ নম্বরে রয়েছে বাংলাদেশ। ২০১২ সালে মিরপুর টেস্টে ১৩.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ।
ঠিক ১৩.৪ ওভারে পাকিস্তানের বিপক্ষে ২০২২ সালে করাচি টেস্টে দলীয় শতক পূর্ণ করেছিল ইংল্যান্ড।