পাকিস্তান নির্বাচন কমিশনের দেয়া নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দুর্নীতির দায়ে শুক্রবার (২১ অক্টোবর) ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচন করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শনিবার ইসলামাবাদ হাইকোর্টে তিনি একটি আবেদন দাখিল করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর (সোমবার) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর বেঞ্চে এই আবেদন উত্থাপন করা হবে।
সরকারি তোষাখানায় থাকা উপহার সামগ্রী এবং বিক্রয় লুকোচুরির অভিযোগের ভিত্তিতেই কমিশন ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনের অযোগ্য বলে ঘোষণা করে।
সাবেক প্রধানমন্ত্রী তাঁর জবাবের সপক্ষে যুক্তি দেখিয়ে বলেন, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ২১ দশমিক ৫৬ মিলিয়ন রুপি দিয়ে উপহারগুলো সংগ্রহ করেছিলেন, তা বিক্রি করে প্রায় ৫৮ মিলিয়ন রুপি পাওয়া গেছে। উপহারগুলো মধ্যে রয়েছে—একটি গ্রাফ হাতঘড়ি, এক জোড়া কাফ লিংক, একটি দামি কলম এবং একটি আংটি—এসব মিলিয়ে একটি সেট; অন্য তিনটি উপহারের মধ্যে রয়েছে চারটি রোলেক্স ঘড়ি।