পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার বিষয়টি ‘নাটক’ ছিল। অভিনয় দক্ষতায় ইমরান শাহরুখ খান ও সালমান খানকেও ছাড়িয়ে গেছেন।
গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খান ডান পায়ে গুলিবিদ্ধ হন। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে রোববার (৬ নভেম্বর) ছাড়পত্র পেয়ে এখন লাহোরে একটি ব্যক্তিগত বাসভবনে রয়েছেন।
ইমরানকে হত্যাচেষ্টার ঘটনায় পাকিস্তানজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ইমরান তাকে হত্যাচেষ্টার পেছনে তিনজনের নাম উল্লেখ করেছেন। এদের দু’জন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
ডন নিউজ জানিয়েছে, ইমরান খানের ওপর হামলা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন ফজলুর রেহমান। তিনি বলেন, ‘এটি একটি নাটক ছিল’।
তিনি আরো বলেন, হামলায় ইমরান খানের ইনজুরিই সন্দেহ সৃষ্টি করতে যথেষ্ট। ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে, নাকি তার বেশি এবং আঘাতটি ‘এক পায়ে না উভয় পায়ে’ তা স্পষ্ট নয়।
ফজলুর রেহমান আরো বলেন, এটা বেশ চমকপ্রদ যে ইমরান খানকে কাছাকাছি কোনো হাসপাতালে (ওয়াজিরাবাদে) ভর্তি করার পরিবর্তে লাহোরে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কিভাবে সম্ভব যে একটা বুলেট টুকরো টুকরো হয়ে গেল! আমরা বোমার টুকরো শুনেছি, কিন্তু বুলেটের নয়।
ইমরান হামলার ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন জানিয়ে ফজলুর পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে তার (ইমরান) প্রতি ‘নরম’ না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘পিটিআই চেয়ারম্যান তার পছন্দের নতুন সেনাপ্রধানের নিয়োগ ছাড়া আর কিছুই চান না।’