গাজীপুর সিটির পূবাইল ৪২নং ওয়ার্ডের কামারগাঁও আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৯ ফেব্রুয়ারী অত্যান্ত উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির উদ্দিন মুন্সি স্কুল এন্ড কলেজের পরিচালক মো: তাইজুল ইসলাম।পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আব্দুর রশিদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ।পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন,হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কেজি স্কুল এসোসিয়েশনের সদস্য সচিব ও পূবাইল কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুদুর রহমান সিদ্দিকী পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক প্রতিনিধি ফাইজুল ইসলাম সহকারী অধ্যাপক লুৎফর রহমান।আরো উপস্থিত ছিলেন, জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন মাস্টার, ৪০ নং ওয়ার্ড কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।