আবারও বিয়ে করেছেন বিতর্কিত সংগীতশিল্পী নোবেল

কলকাতার সংগীত বিষয়ক রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছিলেন মাইনুল আহসান নোবেল।  কণ্ঠের জোর দিয়ে পরিচিতিটা পেয়েছিলেন ঠিক।  কিন্তু তা ধরে রাখতে পারেননি।  একের পর এক বিতর্ক, বেহিসেবি জীবনযাপনের জের।  মাঝে কিছু দিন ছিলেন আলোচনার বাইরে।

তবে সোমবার (২০ নভেম্বর) ফের তাকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।  ফারজান আরশী নামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জানিয়ে দ্বিতীয় বিয়ের ঘোষণা দিয়েছেন এই গায়ক নিজেই।

এর আগে রোববার (১৯ নভেম্বর) রাতে আরশীর সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নোবেল।  যেখানে তাদের দু’জনকেই বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

ফারজান আরশী খুলনার একজন ব্লগার।  তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার।  এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল।  তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি।

এছাড়া কবে কোথায় বিয়ে করেছেন, তাও এখনো জানা যায়নি।  শুধু তাই নয়, নোবেলের পোস্টটিতে তাকে ট্যাগ করা হলেও সেটি নিজের ওয়ালে গ্রহণ করেননি আরশী।  তাই বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা দেখা দিয়েছে নেটিজেনদের মনে।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের।  চলতি বছরের মে মাসে নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল।  সেসময় এই গায়কের স্ত্রী অভিযোগ করেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত।  এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।  ওর সঙ্গে সংসার করা সম্ভব না। ’