আবারও আম্পায়ারের সাথে বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। শুধু বিতর্কই নয়, নিয়শ ভেঙে মাঠে ঢুকে আম্পায়ারের দিকে তেড়ে যান বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক। বিপিএলের চলতি নবম আসরে মঙ্গলবার (১০ জানুয়ারি) ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের ম্যাচে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে রংপুর। ১৫৯ রানের জবাবে ব্যাট করতে মাঠে নামেন বরিশালের দুই ওপেনার চতুরাঙ্গা ডি সিলভা ও এনামুল হক। স্ট্রাইকে ছিলেন চতুরঙ্গা ডি সিলভা। তাকে দেখে বল করতে আসেন রকিবুল হাসান।
কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুরের অধিনায়ক নুরুল হাসান বোলার পাল্টে বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। এ পরিবর্তন দেখে অন্য প্রান্তে থাকা এনামুল হক স্ট্রাইকে আসেন। শুরু হয় চরম নাটক। ওই মুহূর্তে রংপুর আবারও বোলার বদলে ফেলে! এবার তারা বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দিতে চাচ্ছিল।
সেই মুহূর্তে ডাগ-আউট থেকে মাঠে প্রবেশ করেন বরিশালের অধিনায়ক সাকিব। স্কয়ার লেগ আম্পায়ার গাজি সোহেলের দিকে তেড়ে যান তিনি। মিনিট পাঁচেক ধরে আম্পায়ারের সঙ্গে তার তর্ক চলতে থাকে। এরপর তাকে শান্ত করেন আম্পায়ার। সাকিব মাঠ ত্যাগ করলে বাঁহাতি রকিবুলকে দিয়েই বোলিং করানো হয়। আর সে ওভারেই আউট হন চতুরঙ্গা।
বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ দাবি করেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন সেটা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গার বদলে বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে কথা বলতে তিনি মাঠে প্রবেশ করেন।’
এর আগেও চলতি বিপিএলে বরিশালের প্রথম ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়ান সাকিব আল হাসান।