আগামী নির্বাচনেও ভোট ডাকাতি করতে চায় আ.লীগ: নজরুল ইসলাম

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনেও ভোট ডাকাতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ মন্তব্য করেন।  নগরীর কাজীর দেউড়ি নুর আহমদ সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়।

দলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনূষ্ঠিত হয়।  সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং তিন পার্বত্য জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।  বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নুর আহমদ সড়কে সমবেত হন।

বিএনপির এই সমাবেশকে ঘিরে নুর আহমদ সড়ক, কাজীর দেউড়ি ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।  কিন্তু সমাবেশকে ঘিওে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘প্রতিদিন জিনিসের দাম বাড়ছে।  সরকার কোনো পরোয়া করছে না। তিন সপ্তাহের মধ্যে দুইবার জ্বালানির দাম বেড়েছে।  যদি এই সরকার জনগণের সমর্থনের পরোয়া করতো, তাহলে তারা এভাবে দাম বাড়াতে পাারতো না।
তিনি বলেন, ‘তারা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসতো কিংবা আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাইতো তাহলে তারা জনগণকে এভাবে কষ্ট দিতে পারতো না।  কিন্তু তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না।  তারা আরেকবার ভোট চুরি করে ক্ষমতায় আসতে চায়।’  নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির পদযাত্রা কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পড়েছে।  আমরা আগামী দিনে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।’

সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নজরুল ইসলাম খান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি মনে করেন, আমরা কি আপনাদের ছবি দেখার জন্য এসেছি এখানে?  দোষ আপনাদের দিই না, দোষ তাদের আপনারা যাদের কর্মী তাদের।  কখন কীভাবে তাদের ছবি দেখাতে হবে সেটা তারা আপনাদের শেখায়নি।’

সমাবেশ শেষে মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে কিছু নেতাকর্মী মারামারিতে জড়িয়ে পড়ে।  তবে তা বেশি দূর গড়ায়নি।  বিএনপি নেতারা তাদের নিবৃত্ত করে থামিয়ে দেয়। চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নুল আবেদীন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, আবুল খায়েল ভূইয়া, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।