নারায়ণগঞ্জ প্রতিনিধি : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কদমতলী এম ডব্লিউ কলেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুলের সামনে গিয়ে সামনে গিয়ে শেষ হয়।
এসময় ‘জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি’, ‘এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাঁই নাই’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে ‘ইসকনকে’ নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এসময় বৈষম্য বিরোধী আন্দোলনের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সমন্বয়ক মেহেরাব হোসেন প্রভাত, ইমন আহমেদ, আলমগীর, সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।