`অস্তিত্বে বঙ্গবন্ধু চেতনায় মুক্তিযুদ্ধ হৃদয়ে বাংলাদেশ’ প্রত‍্যয়ে অবিচল মুক্তিযুদ্ধের প্রজন্ম

অস্তিত্বে বঙ্গবন্ধু চেতনায় মুক্তিযুদ্ধ হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে দৃঢ় প্রত‍্যয়ে অবিচল মুক্তিযুদ্ধের প্রজন্ম।  বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নত সমৃদ্ধ দেশ গঠনে নতুন প্রজন্মের সন্তানদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে মেধা মননে গড়ে তুলতে হবে।  মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ)  সকালে নগরীর সংগঠন কার্যালয়ে সংগঠেনর ১ যুগ পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী।

বক্তারা অরো বলেন, দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষায় বাঙালি জাতির চিরদিনের জন্য মুক্তি, একটি স্বাধীন দেশ, লাল-সবুজ পতাকা, একটি সংবিধান ও একটি অনন্য অস্তিত্ব।  আজও বাংলাদেশের প্রতিটা ধূলিকণায় ৩০ লক্ষ শহীদের রক্ত লেগে আছে, এখনো বয়ে চলেছে একাত্তরের কান্না।  আজ আমরা স্বাধীন, স্বনির্ভর, আমাদের আছে গৌরবের ইতিহাস, আমাদের আছে বাঙালি সত্ত্বা, সংস্কৃতি আর ঐতিহ্য।  আমাদের চেতনায় বেঁচে থাকবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ আর আমাদের  বাংলাদেশ।

সংগঠনের নারীনেত্রী এডভোকেট সাইফুন নাহার খুশী’র সঞ্চালনায় সভায়  প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ‍্যাপক ও সিন্ডিকেট সদস‍্য মোহাম্মদ আলী।  বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (ছাত্র কল‍্যাণ) পংকজ বিশ্বাস ও চুয়েট’র সেকশন অফিসার ইমরান হোসেন।

বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবদুল মালেক খান, রঞ্জন দাশগুপ্ত,ডা.ফজলুল হক সিদ্দিকী,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কামাল উদ্দিন,রাজীব চন্দ,নবী হোসেন সালাউদ্দিন,কামাল হোসেন রিজভী, মোস্তাফিজ বিপ্লব,এস এম রাফি, আবদুর রহিম,মামুন হোসাইন মেরিন,শাহরিয়ার মুনতাসীর মাহী, রিমন চৌধুরী আরমান,প্রদীপ দাশ,আকবর আলী প্রমূখ।