সম্প্রতি ঢাকার প্রথম ‘চিফ হিট অফিসার’ পদে নিয়োগ পেয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা। বাংলাদেশে অপরিচিত এই পদটিতে নিয়োগ পাওয়ার পরই আলোচনায় আসেন। যদিও এর বাইরেও তার পরিচয় আছে।
জানা গেল, শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন চলচ্চিত্র প্রযোজকও।
আন্তর্জাতিকভাবে সমাদৃত নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র অন্যতম প্রযোজক তিনি। চলচ্চিত্রটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম।
এছাড়াও পাঁচ বছর আগে এই পরিচালকের আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’ মুক্তি পায়। যেখানে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছিলেন বুশরা আফরিন।
এতে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। ইউটিউবে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় বুশরা আফরিনকে।