অনুমোদনহীন আবাসন মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ

কল্পলোক জেনেসিস মিডিয়া টাওয়ার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রীজ রোড সংলগ্ন কল্পলোক আবাসিক এলাকায় জেনেসিস মিডিয়া টাওয়ারে আগামীকাল বৃহস্পতিবার থেকে অনুষ্ঠেয় মাসব্যাপী ক্ষুদ্র-কুটির শিল্প ও আবাসন মেলা বন্ধ করে দিয়েছে পুলিশ।

জানা যায়, ২০০৯ সালে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির আবেদনের প্রেক্ষিতে সিডিএ ৬৭ জন সাংবাদিকের আবাসনের জন্য ২৪ কাঠা জায়গা বরাদ্দ দেন। বাণিজ্যিক ফ্লোরসহ ৬৭টি ফ্ল্যাট-ব্লক নির্মাণের জন্য জেনেসিস হোল্ডিং টেকনোলজিস লিঃ নামে একটি ডেভেলপার কোম্পানি সাংবাদিক হাউজিং সোসাইটির সাথে চুক্তি বদ্ধ হয়। ২০১৮ সালে ৬৭ জন সাংবাদিকের ফ্ল্যাট-ব্লক নির্মাণের কাজ সম্পন্ন করার কথা থাকলেও ওই কোম্পানি ফ্ল্যাট-ব্লক নির্মাণ কাজ ব্যতিরেকে শুধুমাত্র চার তলা বাণিজ্যিক ফ্লোরের ৬০ শতাংশ কাজ সম্পন্ন করে নিচের তলায় গ্যারেজ ও ওয়ার্কশপ খুলে ভাড়া দেয়।

এছাড়াও সামনে নকশা বহির্ভুত একটি অতিরিক্ত রুম তৈরি করে ব্যাংকের জন্য বুথ ভাড়া দেওয়া হবে বলে ব্যানার টাঙিয়ে দেয়।
এদিকে বাণিজ্যিক ফ্লোরে মাসব্যাপী আবাসন মেলার খবর পেয়ে ফ্ল্যাট-ব্লক বরাদ্দ প্রাপ্ত সাংবাদিক ও দোকান মালিকরা কল্পলোকে ছুটে যায়। এ ব্যাপারে বাকলিয়া থানায় লিখিত অভিযোগ করলে থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ আবাসন মেলার ব্যানার খুলে ফেলে এবং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

কল্পলোক ফ্ল্যাট-ব্লক মালিক সমিতির আহবায়ক সাংবাদিক যীশু রায় চৌধুরী জানান, বাকলিয়া থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অনুমোদনহীন আবাসন মেলা বন্ধ কওে দিয়েছে। আমরা ফ্ল্যাট-ব্লক বরাদ্দ প্রাপ্ত সাংবাদিকরা এ বিষয়ে সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছি।