‘অধরা’ সেই আরাভ খান এবার জানালেন জুয়েলার্স চালুর খবর

সংযুক্ত আরব আমিরাতের আলোচিত সোনা ব্যবসায়ী বাংলাদেশী আরাভ খানের ‘আরাভ জুয়েলার্স’ ফের চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় নিজের ফেসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন আরাভ খান নিজেই।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ থেকে আরাব জুয়েলার্স ওপেন করলাম। আপনারা সবাই আমন্ত্রিত।আপনারা যে ভালোবাসা দিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে দোয়া করবো।’

আরাভ খান ফেসবুকে সক্রিয় থাকলেও হত্যা মামলায় ইন্টারপোলের রেড নোটিশে তালিকাভুক্ত আরাভ খান রয়েছেন অধরা, কোথায় আছেন সেটিও নিশ্চিত নয়। তবে, গত ২২ এপ্রিল হঠাৎ ফেসবুকে এসে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এবার ফেসবুক পোস্টে ফের আরাভ জুয়েলার্স চালুর কথা জানালেন।

এর আগে উদ্বোধনের মধ্যেই সমালোচনার পর গত ২০ মার্চ দুবাইয়ে আরাভ খানের সোনার দোকান ‘আরাভ জুয়েলার্স’ বন্ধ করে দেওয়া হয়। দোকান থেকে সরিয়ে নেওয়া হয় সব স্বর্ণালংকার।

রবিউল ওরফে আরাভ খান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি। গত ২৩ মার্চ তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।